শিশুকে মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা : চার জনের নামে মামলা

শিশুকে মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা : চার জনের নামে মামলা

শেয়ার করুন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলা কারখানার শিশু শ্রমিককে মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় চার জনের নামে মামলা হয়েছে।

ওই শিশুর বাবা রতন বর্মণ রোববার রাত ১২টার দিকে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরি নামের ওই কারখানার সাত নম্বর সেকশনের প্রধান নাজমুল হাসানকে রাতেই গ্রেপ্তার  করা হয়েছে।

রোববার দুপুরে কারখানার অন্য শ্রমিকরা মিলের একটি পাম্প থেকে সাগর বর্মণ নামের দশ বছর বয়সী ওই শিশুর মলদ্বার দিয়ে বাতাস দিলে সে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

শিশুটির পেট অস্বাভাবিক ফোলা ছিলো জানালেও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের ডাক্তার।