শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে নেত্রকোণায় মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে নেত্রকোণায় মানববন্ধন

শেয়ার করুন
received_327318468919073
ছবি- এটিএন টাইমস
।। আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা ।।
সোমবার (৭জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা শহরে পৌরসভার সামনের সড়কে  ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“শিক্ষাই জাতির মেরুদন্ড, কেন তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ” এই স্লোগানকে সামনে রেখে যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে নেত্রকোণাসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকির মাহমুদ, কেন্দুয়া থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, আটপাড়া থানা শাখার সভাপতি মোঃ মফিজ উদ্দিন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,  করোনা ইস্যুতে সবকিছু খোলা রয়েছে, শুধু বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। দীর্ঘদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষায় নেমে এসেছে স্থবিরতা। তাই যথাযথ সুরক্ষা নিশ্চিত করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।