শিক্ষককে পিটিয়ে আহত করার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

শিক্ষককে পিটিয়ে আহত করার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

শেয়ার করুন

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনায় কলেজ শিক্ষককে পিটিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানবনবন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীররা। এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মঙ্গলবার দুপুরে সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে জেলার সব কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।

গত ৩০ এপ্রিল দুপুরে নেত্রকোনা সরকারি কলেজে ঢুকে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ওমর ফারুখকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করেন ওই আহত শিক্ষক। বর্তমানে তিনি নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।