শরীয়তপুরে পদ্মার ভাঙন অব্যাহত

শরীয়তপুরে পদ্মার ভাঙন অব্যাহত

শেয়ার করুন

নিজাম উদ্দিন, শরীযতপুর প্রতিনিধি:

পদ্মানদীর পানি বৃদ্ধি ও স্রোত বেশি থাকায় ভাঙগন  অব্যহত রয়েছে। গত ২৪ ঘন্টায় বেশ কিছু স্থাপনা ,ফসলি জমি, পাকা সড়ক নদী গর্ভে বিলিন হয়ে গেছে। আতঙ্কিত মানুষ তাদের বসত ঘরের আসবাব পত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে।

শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের কলমিরচর গ্রাম ও নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের ঈশ্বর কাঠি গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সরকারি বেসরকারি ভাবে কোন সহ যোগিতা না পাওয়ার অভিযোগ করেন ভাঙন কবলিতরা।

নদী ভাঙনের শিকার পরিবার গুলো তাদের বসত ঘরের আসবাব পত্র সরিয়ে নিচ্ছে। কেউ কেউ বাড়ির আঙিনায় থাকা গাছ কেটে নিচ্ছেন। পরিবার গুলো কোথায় আশ্রয় না পেয়ে পাশের গ্রাম গুলোর ফসলি জমিতে খোলা আকাশের নীচে,কেউ কেউ ছাপরা ঘরকরে থাকছেন। ভাঙন আতঙ্কে থাকা পরিবার গুলোও তাদের বসত ঘর সরিয়েনিচ্ছেন।

জাজিরার কুন্ডেরচর থেকে নড়িয়ার সুরেশ^র লঞ্চঘাট পযর্ন্ত ৮ হাজার ৯‘শ মিটারবাধ দেয়া হবে। ১২৯৪ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা আছে। প্রকল্পটি অনুমোদন হলে এ এলাকার ভাঙন রোধকরা সম্ভব হবে বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ড ।