শরীয়তপুরে পদ্মার পানি কমছে, ভেঙ্গে পড়েছে পাকা স্থাপনাসহ হাট বাজার

শরীয়তপুরে পদ্মার পানি কমছে, ভেঙ্গে পড়েছে পাকা স্থাপনাসহ হাট বাজার

শেয়ার করুন


শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের নড়িয়া উপজেলা  মোক্তোকারের চরের সেয়ার আলী মাদবরের কান্দী গ্রামে এভাবেই পাকাস্থাপনা ভেঙেপড়ছে ছোট হচ্ছে শরীয়তপুরের মানচিত্র।  পদ্মার পানি কমতে শুরু করার  সাথে সাথে  আবার নতুন করে বিস্তীর্ন এলাকা জুড়ে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে।  আতংক ছড়াচ্ছে শরীয়তপুরের পদ্মা পাড়ের মানুষের মধ্যে। এবছর আগাম ভাঙ্গনের ফলে দিশে হারা হয়ে পড়েছে এলাকার মানুষ । নদী ভাঙ্গনের শিকার হয়ে শরীয়তপুরে গৃহহীন হয়েছে সারে তিন হাজারেরও বেশী পরিবার । হুমকির মুখে রয়েছে  জাজিরা ও নড়িয়া উজেলার  মূলফোৎগঞ্জ হাসপাতাল সহ ২০ হাজার পরিবার। সরকারী ভাবে ভাঙ্গন কবলিতদের যে  ত্রান সামগ্রহি দিচ্ছে তাহা চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল। তাদের সরকারের কাছে দাবি স্থানিয় বাসস্থান ও বেরি বাধ নির্মানের। নদীর এমন অচেনা আচরনে গত বছরের চেয়ে বেশী ভাঙ্গনের আশংকা করছে পানি উন্নয়ন বোড ও স্থানিয়রা।
শরীয়তপুরে পদ্মার পানি কমতে শুরু করেছে। পদ্মা পারের ন্মিাঞ্চলের অনেক বাড়ির ঘর থেকে পানি নেমে গেছে। কমতে শুরু করেছে উঠানের পানিও। তবে পদ্মা নদীর পানি সুরেশ্বর পয়েন্টে এখনো বিপদসিমার ২৮ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। পদ্মা পারের বিভিন্ন এলাকা দিয়ে প্রতিদিনই বসত বাড়ি, ফসলী জমি নদী গর্ভে বিলিন হচ্ছে।