শরণখোলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

শরণখোলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

শেয়ার করুন

 

Saronkhola Picture

।। মাসুম বিল্লাহ, শরণখোলা (বাগেরহাট) ।। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই, সংগ্রাম ও আন্দোলনের নেপথ্যের প্রেরণাদানকারী মহিয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালিত হয়েছে।বাগেরহাটের শরণখোলায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে

৮আগস্ট রবিবার বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব এম সাইফুল ইসলাম খোকন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি এম এ রশিদ আকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা, এম এ কাশেম, রফিকুল ইসলাম কালাম, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জোমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমী, সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু রাজ্জাক আকন, কৃষক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তালুকদার। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোঃ মনিরুজ্জামান।

এর আগে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাতের সভাপতিত্বে শরণখোলা উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ও উপজেলার ৭ জন অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই প্রমূখ।