লাকসামে চার কিলোমিটার রাস্তার দুর্ভোগে ৪০হাজার মানুষ

লাকসামে চার কিলোমিটার রাস্তার দুর্ভোগে ৪০হাজার মানুষ

শেয়ার করুন

comilla monpalখায়রুল আহসান মানিক, কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নে চার কিলোমিটার বেহাল রাস্তার দুর্ভোগে পড়ছেন ১০ গ্রামের ৪০হাজার মানুষ। তবে বেশি দুর্ভোগে পড়েছেন মনপাল এবং তপৈয়ার মানুষ।

স্থানীয় সূত্র জানায়, কৃষ্ণপুর থেকে তপৈয়া – মনপাল হয়ে ষোলদনা পর্যন্ত আড়াই কিলোমিটার। রামপুর থেকে মনপাল হয়ে রাজাপুর পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা যুগ যুগ ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে মনপালের সাথে তপৈয়া, রাজাপুর,রামপুর, ষোলদনা, মামীশ্বর, কৃষ্ণপুর গ্রামসহ ১০ গ্রামের মানুষ দুর্ভোগে পড়ছেন। বর্ষায় ওই সব রাস্তায় পায়েও হাটা যায় না। প্রায় রাস্তায় বিভিন্ন যানবাহন আটকে থাকে। দুর্ভোগে পড়তে হয় গ্রামবাসীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের।

মনপাল গ্রামের শিক্ষক মাসুদুল হক বলেন,আশ-পাশের গ্রামের রাস্তা গুলো পাকা হলেও শুধু মনপাল গ্রামের কোনো রাস্তা পাকা হয়নি। এতে মনপাল গ্রামের মানুষদের চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গ্রামের লতিফুর রহমান খোকন বলেন, মনপাল গ্রামের রাস্তা এতো খারাপ যে এ গ্রামে একটি রিকশাও আসতে চায় না। গত বর্ষায় ভেঙ্গে যাওয়া রাস্তা এ বর্ষায় আরো খারাপ হয়েছে। এসব রাস্তা দিয়ে একজন রোগীকে হাসপাতালেও নেয়া যায় না। ভাঙ্গা রাস্তায় এখন হাটু পানি। এলাকার রাস্তা গুলো উঁচু করে পাকা করলে মানুষের ভোগান্তি কমতো।

উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন,পরিদর্শনে দেখেছি মনপালের রাস্তার অবস্থা খারাপ। রাস্তা গুলোর কাজ নিয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছি। আশা করছি দ্রুত কিছু কাজ করতে পারবো। এছাড়া খাল ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা হয়েও রাস্তার ক্ষতি হচ্ছে। এবিষয়ে সবার সচেতনতা জরুরি।

লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক বলেন,ওই এলাকার রাস্তা গুলো সম্পর্কে জেনেছি। এগুলো সংস্কারের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।