লক্ষ্মীপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

লক্ষ্মীপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুন

laxmipur-bijoy-dibos-pic-16-12-2016

লক্ষ্মীপুর প্রতিনিধি :

ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে  মহান বিজয় দিবস। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়েছে।

রাত ১২টা এক মিনিটে লক্ষ্মীপুর সদরের সংসদ সদস্য একেএম শাজাহান কামাল, রায়পুরের সংসদ সদস্য এমএ নোমান ও জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বিজয় চত্বর শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন।

এরপর পর্যায়ক্রমে শহীদ বেদীতে  পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট,লক্ষ্মীপুর বিশ্ব বিদ্যালয় কলেজ, সরকারী মহিলা কলেজ ও বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী, বেসরকারী বিভিন্ন দপ্তরসমুহ, এনজিও,পেশাজীবি,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে রাত স্থানীয় বাগবাড়ীস্থ গনকবরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।