লক্ষ্মীপুরে বিশ্ব জেলা আঞ্চলিক ইজতেমা শুরু

লক্ষ্মীপুরে বিশ্ব জেলা আঞ্চলিক ইজতেমা শুরু

শেয়ার করুন

atn-times-লক্ষ্মীপুর ইজতেমালক্ষ্মীপুর প্রতিনিধি:

ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে লক্ষ্মীপুরে তিনদিন ব্যাপী বিশ্ব জেলা আঞ্চলিক ইজতেমা। সদর উপজেলার সুতারগোপ্তা এলাকায় আজ বৃহস্পতিবার বিকেল থেকে এ ইস্তেমা শুরু হয়।

ইজতেমায় দেশি ও বিদেশেী  আলেম ওলামাগন বয়ান করবেন। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫ লাখ মুসল্লি এ ইস্তেমায় অংশ নিবে বলে আশা করছেন আয়োজক কমিটি। দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ইস্তেমা মাঠ পরিদর্শন করেছেন।

এ দিকে জেলা পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন বলেছেন, এ ইজতেমা যেন সুন্দর ও নির্বিঘ্নে মুসল্লিরা পালন করতে পারে, সে ব্যবস্থা নেয়া হয়েছে। সাদা ও পোষাকধারীসহ তিনস্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি পুরো ইজতেমায় সিসিটিভি ক্যামরা নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে পুলিশের নজর রয়েছে। এ ইস্তেমায় ৫ লাখ মুসল্লি অংশ নিবে বলে আশা করেন তিনি। আগামী রোববার সকালে আগারী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এ বিশ্ব জেলা আঞ্চলিক ইজতেমা।