লক্ষ্মীপুরে তালিকাভুক্ত শীর্ষ ডাকাত মজনুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে তালিকাভুক্ত শীর্ষ ডাকাত মজনুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতির চর আফজাল এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত ও ১৪ মামলার আসামী মজনুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চররমিজ ইউনিয়নের চরআফজাল গ্রামের আজাদ মেমোরিয়াল স্কুলের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে ডাকাত ফকির ও মজনু বাহিনীর গোলাগুলিতে মজনু নিহত হয়েছে বলে দাবী করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

পুলিশ জানায়, রামগতি উপজেলার চরআফজাল গ্রামের আজাদ মেমোরিয়াল স্কুলের পাশে রাত সাড়ে তিনটার দিকে আধিপত্য বিস্তার ও ভাগবাটোয়ার নিয়ে ফকির ও মজনু ডাকাত বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় মজনু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়। মজনুর বিরুদ্ধে রামগতি থানায় ডাকাতি, অপহরণসহ ১৪টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ নৌ-ডাকাত। সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মজনু চরআফজাল গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।

এদিকে একটি সূত্রের দাবী, উপজেলার চরকাদিরা এলাকায় শ্বশুর বাড়ি থেকে সোমবার রাতে মজনুকে গ্রেপ্তার করে পুলিশ।