লক্ষ্মীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ৫ জনকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ৫ জনকে পিটিয়ে জখম

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে মাদরাসা ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় মা-বাবা, ভাইসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করেছে একদল বখাটে। রোববার রাতে সদর উপজেলার হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানায়, চন্দ্রগঞ্জ বড়ভল্লবপুর গ্রামের লুৎফুর রহমানের মেয়ে ও স্থানীয় আয়েশা কামিল মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্রী তাসলিমা আক্তারকে বিভিন্ন সময় ইভটিজিংসহ কু-প্রস্তাব দিয়ে আসছে স্থানীয় বখাটে বিনা, সোহান, ইমন ও মোহন। একই কায়দায় রোববার সকালে মাদরাসা যাওয়ার পথে উক্ত্যক্ত করে তারা। পরে ওই ছাত্রী বিষয়টি মাদরাসা শিক্ষক ও মা বাবাকে জানালে তারা প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয় বখাটেরা। ঘটনার দিন রাতে ওই ছাত্রীর বসতঘরে গিয়ে মা-বাবা ভাইর উপর লাঠি-সোটা ও রড দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় জোরপূবর্ক ওই ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় এখন কোন মামলা হয়নি। তবে ঘটনার সত্যতা স্বীকার করে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।