লক্ষ্মীপুরে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

লক্ষ্মীপুরে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে সোমবার রাতে পুলিশের সঙ্গে দু’টি পৃথক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় একজন ‘ডাকাত’ নিহত ও নয়জন আহত হয়েছে। আহতদের আটজনই পুলিশ সদস্য।

পুলিশের দাবি, প্রথম বন্দুকযুদ্ধটি হয়েছে রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর এলাকায়। ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে গভীর রাতে পুলিশ সেখানে গেলে তাদেরকে আক্রমণ করে ডাকাতদল। এ সময় দুই পক্ষের গুলিবিনিময়ে আহত ‘ডাকাত’ আলমগীর হোসেন পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মারা যায়।

কথিত এই বন্দুকযুদ্ধে রায়পুর থানার এসআই ফারুক হোসেনসহ ৫জন আহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

এদিকে পুলিশের দাবি অনুযায়ী, অপর বন্দুকযুদ্ধটি হয়েছে সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায়। এখানেও ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। পুলিশ বনাম ডাকাত গুলি বিনিময়ের এক পর্যায়ে আহত এরশাদ হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ৩ পুলিশ সদস্যও আহত হন।

নিহত আলমগীর ও আহত এরশাদ তালিকাভুক্ত ডাকাত বলে জানিয়েছে পুলিশ।