লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ

শেয়ার করুন

khulna

।। মো:আতিয়ার রহমান, খুলনা ।।
মহামারী করোনা ভাইরাস এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে চলছে কঠোর
লকডাউন। খুলনা মেট্টোপলিটন পুলিশ সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন
করার জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কে এম পি পুলিশ।
খুলনা মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে সর্বমোট ৩৮ টি চেকপোস্ট বসিয়ে
কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এই
কার্যক্রম চলমান রয়েছে। কেএমপি’র ০৮ (আট) টি থানা এলাকায় চলমান লকডাউন
কার্যক্রমে ট্রাক ০৬ টি, পিকআপ ০৪ টি, কাভার্ড ভ্যান ০২ টি, প্রাইভেট কার ০২ টি,
মাইক্রোবাস ০১ টি এবং মোটরসাইকেল ৫৩ টি। সর্বমোট ৬৮ টি যানবাহনে মামলা করা
হয়।
উল্লেখ্য, খুলনা মহানগরীতে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং
অপ্রয়োজনে বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করার অপরাধে কেএমপি’র বিভিন্ন থানার
সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইন অমান্যকারী ০৭ টি প্রতিষ্ঠানকে ৪৭,০০০
টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, কেএমপি’র ০৮ (আট) টি থানা এলাকায় লকডাউন কার্যকর করতে ২৯ টি মোবাইল
টিম, হোন্ডা মোবাইল টিম ১৮ টি, পিকেট ডিউটি ০৪ টি এবং থানা, ফাঁড়ি ও
ট্রাফিক পুলিশের সদস্যগণ ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা মেট্রোপলিটন
পুলিশের পক্ষ হতে খুলনা মহানগরী এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের, মানবিকতা, ধৈর্য ও
সহিষ্ণুতা বজায় রেখে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।খুলনা জেলা এলাকায় মানছে না আইন
রাস্তায় দিন ভর আড্ডা আর সকল দোকান পাট খুলে ব্যবসা করছে সাধরন মানুষ। চুকনগর
বাজার,আটরমাইল বাজার,খর্নিয়া বাজার সহযার কারনে করোনা আর ও গ্রাম এলাকায় বৃদ্ধি
পাচ্ছে বলে চিকাৎসকরা জানান।