লকডাউনের পঞ্চম দিনে ব্যাংক খোলা থাকায় নারায়ণগঞ্জে জনসমাগম বেড়েছে

লকডাউনের পঞ্চম দিনে ব্যাংক খোলা থাকায় নারায়ণগঞ্জে জনসমাগম বেড়েছে

শেয়ার করুন

 

Screenshot (227)

।। আবদুস সালাম, নারায়ণগঞ্জ ।।

সারা দেশে সাতদিন ব্যাপী কঠোর লকডাউনের পঞ্চম দিনেও নারায়ণগঞ্জ নগরীতে
অন্যান্য দিনের তুলনায় জন সমাগম বাড়ছে। ব্যাংক খোলা থাকার কারনে লকডাউনের
মধ্যেও লোকজনের যাতায়াত বাড়ছে। ২০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে
নগরীর বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে। শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়াসহ
অন্যান্য চেকপোস্টগুলোতে সকাল থেকে ভ্রাম্যমান আদালত ও আইন শৃংখলা বাহিনীর
ব্যাপক তৎপরতা চলছে। পণ্যবাহি ও জরুরি সেবার কাজে নিয়োজিত যানবাহনগুলো
ছাড়া লকডাউনের আওতায় নিষিদ্ধ কোন ধরণের যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে
না। জেলা প্রশাসনের ২০টি ভ্রাম্যমান আদালতের পাশাপাশি তিন প্লাটুন
সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ানসহ আইন শৃংখলা
বাহিনীর বিভিন্ন সংস্থা চেকপোস্টে দায়িত্ব পালনসহ টহল অব্যাহত রেখেছে।
মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় ও বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালত
জরিমানা আদায় করছে। দোকানপাট, মার্কেট ও বিপনী কেন্দ্রগুলো বন্ধ রাখার
পাশাপাশি বাস, ট্রেন ও লঞ্চসহ সব ধরণের গণপরিবহন চলাচলও বন্ধ রয়েছে। তবে
গার্মেন্টসসহ সংশ্লিষ্ট বিভিন্ন করাখানা খোলা থাকায় পরিবহনের অভাবে
কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়ছেন কর্মজীবি মানুষ।