রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৩ জনের মৃতদেহ উদ্ধার

রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৩ জনের মৃতদেহ উদ্ধার

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি :

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসার পথে আবারও নৌকাডুবির ঘটনায় উত্তাল সমুদ্র থেকে নারী ও শিশুসহ ২৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি। এছাড়াও এ পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

নৌকাটিতে ৩০/৩৫ জন রোহিঙ্গা ছিলো। পুলিশ জানায় : মোহনায় উত্তাল সমুদ্রে রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। মিয়ানমার থেকে নৌকাটি টেকনাফ উপজেলায় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকার দিকে আসছিলো। নাফ নদীর পথে উত্তাল সাগরে ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের বেশীরভাগিই শিশু ও নারী বলে জানিয়েছে উদ্ধার হওয়া রোহিঙ্গারা। এ পর্যন্ত ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তবে বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বিজিবি সদস্যরা।  এর আগে গত ২৮ সেপ্টেম্বর টেকনাফের পাশের উপজেলা উখিয়ার ইনানী সৈকতের কাছে সাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ২০ জন মারা যান।