রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ

শেয়ার করুন

 

baghaichary-upazilla-chairman-baro-rishi-chakmaরাঙ্গামাটি প্রতিনিধি :

সাবেক সেনা সার্জেন্ট মুকুল চাকমা অপহরণ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলায় রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাকে জেল হাজতে প্রেরণ করেছে রাঙ্গামাটির  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত।

মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দিন কবির এর আদালত এই নির্দেশ প্রদান করেন। এই ঘটনায় উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমার সাথে আরও তিনজনসহ মোট চারজনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত ।

উল্লেখ্য গত ৩০ মে তারিখে বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা বক্ষাচাকমার বাড়ী হতে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুকুল চাকমাকে তার বাড়ী থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় তার পরিবার বাদী হয়ে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যৗান বড় ঋষি চাকমা, প্রভাত চাকমা, ত্রীদিব চাকমা ও অজয় চাকমা সহ আরও বেশ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে।

বড় ঋষি চাকমা এই মামলায় হাই কোর্ট থেকে জামিনে ছিলো। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ ২০-০৯-১৬ ইং তারিখে হাজিরা দিতে আসলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।