রাঙ্গামাটিতে বৃক্ষমেলা শুরু

রাঙ্গামাটিতে বৃক্ষমেলা শুরু

শেয়ার করুন

Rangamati pic-03-08-17-2পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। মেলায় বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা নিয়ে ৩৫টি ষ্টল অংশ নিয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে সকালে বৃক্ষ মেলা উদ্বোধন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

এর আগে বৃক্ষ মেলা ও মাস ব্যাপী বৃক্ষ রোপন অভিযানকে সামনে রেখে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। রাঙ্গামাটি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক মোঃ রফিকুল হাসান মুকুল, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী ও বৃক্ষ মেলার আয়োজন করে।