রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

শেয়ার করুন

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির নানিয়ারচরের বগাছড়ি এলাকায় বসতবাড়ীর উপর বৈদ্যুতিক তার ছিড়ে ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন, স্বামী খোরশেদ মিয়া ও তার স্ত্রী রাশেদা বেগম।

নানিয়ারচর থানার সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম জানান, শনিবার গভীর রাতে প্রচণ্ড ঝড়ো হাওয়ার কারণে মহালছড়ি-নানিয়ারচর গ্রিড লাইনের একটি তার খোরশেদ মিয়ার ঘরের টিনের চালের উপর ছিঁড়ে পড়ে। এ সময় ঝড়ো হাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও ঝড় শেষে উক্ত লাইনে বিদ্যুৎ সরবরাহ দেয়া হলে খোরশেদ মিয়ার পুরো টিন শেডের ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় খোরশেদ মিয়া ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে সে বিদ্যুতায়িত হয় এবং তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী রাশেদা বেগমও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

খবর পেয়ে  রবিবার সকালে রাঙ্গামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর পুলিশ এই দম্পতির মরদেহ উদ্ধার করে। পরে নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।