রাঙ্গামাটিতে অগ্নিকান্ডে ২৫০ ঘর পুড়ে ছাই, নিহত ১

রাঙ্গামাটিতে অগ্নিকান্ডে ২৫০ ঘর পুড়ে ছাই, নিহত ১

শেয়ার করুন

durchari-pic-1

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে আগুন লেগে প্রায় ২০৯ টি দোকান ও ৪১ টি বসত বাড়ি ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে শিখা সাহা নামে এক মহিলা নিহত হয়েছেন।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার দূরছড়ি বাজারের এই ঘটনা ঘটে।

durchari-pic-2বাঘাইছড়্ উপজেলা খেদামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা জানান,বেলা ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারে লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন বাজারের চারপাশে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় বাজারের সব কয়টি দোকান।

খবর পেয়ে লংগদু উপজেলার মাইনী সেনাজোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আব্দুল আলিমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় সহযোগিতায় ৩ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

durchari-pic-6লংগদু উপজেলার মাইনী সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আব্দুল আলিম জানান, স্থানীয় লোকজনের ঐক্যবদ্ধ সহযোগিতার কারণে দূরছড়ি বাজারে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ কোটি টাকা বলে ধারনা করা হচ্ছে।