রাঙামাটিতে ৬ হত্যা: ১১৮ জনের নাম উল্লেখ করে দুটি অভিযোগ

রাঙামাটিতে ৬ হত্যা: ১১৮ জনের নাম উল্লেখ করে দুটি অভিযোগ

শেয়ার করুন

রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমাসহ ৬ জনকে হত্যার ঘটনায় ১১৮ জনের নাম উল্লেখ করে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে নানিয়ারচর থানায় অভিযোগ করেন নিহত শক্তিমান চাকমার সহকারী রূপম চাকমা। সেদিনের হামলায় তিনি নিজেও আহত হয়েছিলেন। ৪৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন রূপম।

অন্যদিকে, গণতান্ত্রিক ইউপিডিএফ-এর প্রধান তপন জ্যোতি চাকমাসহ ৫ জন হত্যার ঘটনায় তার আত্মীয় অচিন চাকমা ৭২ জনের নাম উল্লেখ করে আরেকটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ যাচাই বাছাই করে মামলা নেয়া হবে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির।

৬ জনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে বাঘাইছড়ি উপজেলা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা সভাপতি প্রভাত কুমার চাকমা ও ইউপিডিএফ সমর্থিত সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমাকে আটক করেছে পুলিশ।