রংপুরে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় দুই মামলা

রংপুরে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় দুই মামলা

শেয়ার করুন

23380363_1635278356560122_1970165574810440935_nরংপুর প্রতিনিধি :

ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে রংপুরে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় ২টি মামলা হয়েছে।

শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় ১শ জনের নামে কোতোয়ালি ও গঙ্গাচড়া থানায় এ দুটি মামলা করে পুলিশ। ঘটনা তদন্তে  আজ  ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৫ নভেম্বর টিটু রায় নামে এক তরুণের ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়া নিয়ে, বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার বিকেলে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করে, আগুন দেয় ও লুটপাট করে। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয়রা। এতে পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় হামিদুল ইসলাম নামে একজন মারা যান। বিক্ষুব্ধরা এ সময় বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।