রংপুরের পুড়িয়ে দেয়া ঘরবাড়ি নতুন করে তৈরি করার কাজ শুরু

রংপুরের পুড়িয়ে দেয়া ঘরবাড়ি নতুন করে তৈরি করার কাজ শুরু

শেয়ার করুন

5665রংপুর প্রতিনিধি :

ফেসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেয়ার অভিযোগে রংপুরের দুটি গ্রামের পুড়িয়ে দেয়া ঘরবাড়ি নতুন করে তৈরি করার কাজ শুরু হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ঘরবাড়ি বানিয়ে দেয়া হচ্ছে। গত দুদিনে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে দু’দফায় মোট ৯ হাজার করে টাকা ও ২ বান্ডিল করে ঢেউটিন দেয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের কম্বল ও খাবার দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

গত ৫ নভেম্বর টিটু রায় নামে এক তরুণের ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়া নিয়ে, বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার বিকেলে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে।

এ সময় তারা ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করে আগুন দেয় ও লুটপাট করে। পুলিশ বাধা দিলে সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক। এদের মধ্যে হামিদুল নামে একজন মারা যান।