যশোর জেলায় ১শ’ ভূমিহীন-গৃহহীন পেল ঘর ও জমি

যশোর জেলায় ১শ’ ভূমিহীন-গৃহহীন পেল ঘর ও জমি

শেয়ার করুন

মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম
দ্বিতীয় পর্যায় উদ্বোধনী অনুষ্ঠানে ১শ’ ভূমিহীন-গৃহহীন পেল ঘর ও জমি

Screenshot (153)

।। তামান্না ফারজানা, যশোর ।।
মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম
দ্বিতীয় পর্যায়ের যশোরে ১শ’ ভূমিহীন-গৃহহীনের হাতে ঘরের চাবি ও জমির
দলিল তুলে দেয়া হয়েছে ।
আজ সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ঘর প্রদান অনুষ্ঠান অনুিষ্ঠত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধমে এই কর্মসূচি উদ্বোধন
করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান , উপজেলা
পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসনে বিপুলসহ সকল কর্মকর্তারা।
এছাড়া প্রথম পর্যায়ে জেলার আরো ১ হাজার ৭৩ পরিবার ঘর ও জমি পেয়েছেন।
জমি ও ঘর পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগিরা।