যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৬৮ জন

যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৬৮ জন

শেয়ার করুন

Jess_Hospital

।। তামান্না ফারজানা ।।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ। এছাড়া আইসিইউতে ভর্তি আছে ৮ জন রোগী এবং এইচ ডি ইউ তে ভর্তি আছে ১১ জন রোগী। করোনা ডেডিকেটেড হাসপাতালে ভারত ফেরত করোনা রোগী ভর্তি আছে ৯ জন।
গত ২৪ ঘন্টায় ৪৩১ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় মৃতরা হলেন, চৌগাছা উপজেলার মাড়–য়া এলাকার বাসিন্দা মোমিনের ছেলে ৬০ বছর বয়সী আলাউদ্দিন,সদর উপজেলার মন্ডলগাতির মৃত মোশারেফের স্ত্রী ৭০ বছর বয়সী আলেয়া,শহরের ধর্মতলার নিতাই এর ছেলে ৩৬ বছর বয়সী লিটন কর্মকার,বাঘারপাড়ার গাইদঘাট এলাকার গোবিন্দ মন্ডলের ছেলে ৫০ বছর বয়সী মানন্দি,সদরের কুমারখালির আবদুল গণির ছেলে ৫৫ বছর বয়সী রেজাউল,সদরের দোলদিয়ার বাসিন্দা ইউনুসের স্ত্রী ৬০ বছর বয়সী জোহরা বেগম,অভয়নগর চেঙ্গুটিয়ার পুলিন বিহারীর ছেলে ৭৫ বছর বয়সী ভীম দত্ত,সদরের মসজিদ মহল্লার বাসিন্দা আব্দুল করিমের ছেলে ৫৫ বছর বয়সী মোশারফ হোসেন, সদরের ইছালীর বাসিন্দা ওসমানের ছেলে ৭৫ বছর বয়সী কাওসার আলী, ঝিনাইদহ জেলার মহেশপুরের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে ৫৯ বছর বয়সী ইজ্জত আলী।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি হলেন,যশোর ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকার জালাল এর পুত্র ৬০ বছর বয়সী তহিদুজ্জামান।