মুন্সীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ

মুন্সীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ

শেয়ার করুন

photo-munshiganj-27-12-1
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের জন্য ১২ কেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম বিতরন করা হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে ৬ উপজেলায় নির্বাচন বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয় দুপুর ২ টা পর্যন্ত। আগামীকাল ২৮ ডিসেম্বর সকাল টা ৮ টা থেকে বিকাল ৪ প্রযর্ন্ত ভোট গ্রহন চলবে।

এদিকে, মুন্সীগঞ্জ জেলা পরিদষদের প্রশাসক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে সাধারন সদস্যদের সদস্যদের মধ্যে।

১৫ কেন্দ্রে ভোট গ্রহনের কথা থাকলেও ১২ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এদিকে শ্রীনগর ও মুন্সীগঞ্জসহ ৪ টি ওয়ার্ডে পুরুষ-মহিলা উভয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এই দুই উপজেলার ৪টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে না।

মুন্সীগঞ্জ ডিএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রত্যেকটি কেন্দ্র আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়। তাই প্রত্যেকটি কেন্দ্র আমাদের ২৫ জন করে পুলিশ সদস্য মোতায়ন করা থাকবে। এবং প্রত্যেকটি কেন্দ্র মোবাইল কোর্টে আওয়াতায় আনা হয়েছে। যাতে কো প্রকার অনিয়ম না হয়।