মুক্তিযোদ্ধা নিপীড়ন: হুমকির অভিযোগ পরিবারের

মুক্তিযোদ্ধা নিপীড়ন: হুমকির অভিযোগ পরিবারের

শেয়ার করুন

ঝিনাইদাহ প্রতিনিধি:

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ মৃধাকে পিটিয়ে গুরুতর আহত করার পর আসামিরা জামিনে মুক্তি পেয়ে পরিবারকে নানা ধরনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মুক্তিযোদ্ধা পরিবার।

গত ১৮ অক্টোবর সন্ধ্যায় জেলার শৈলকুপার কবিরপুরে টেন্ডার দাখিলকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ মৃধা ও তার ছেলের ওপর অতর্কিত হামলা করা হয়। সিসি ক্যামেরায় ধরা পড়া হামলার ছবি দেখে প্রতিবাদে সরব হন অনেকেই। আহত মুক্তার আহমেদ মৃধা বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ১৯ অক্টোবর জেলা ও উপেজলা আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। গ্রেপ্তার হয় কয়েকজন। সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ আব্দুল হাই-এর প্রভাবে আসামিরা জামিন পান, এমন অভিযোগ ভুক্তিভোগী পরিবারের।

ঘটনার সঙ্গে জড়িত না থাকার পক্ষে নানা যুক্তি দেখান স্থানীয় সাংসদ। জামিন পাওয়া আসামিরা নানা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ আহত মুক্তিযোদ্ধার পরিবারের। হামলাকারীদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হামলার শিকার মুক্তিযোদ্ধার স্বজনরা।