বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল বাহার আর নেই

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল বাহার আর নেই

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:

বীর মুক্তিযোদ্ধা ও কনকাপৈত ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব নুরুল বাহার পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহে ….. রাজিউন)।

বুধবার সকাল ১০টায় নগরীর জি.ই.সি মোড়স্থ মেডিকেল সেন্টার হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।

মরহুম আলহাজ্ব নূরুল বাহার কুমিল্লা জেলাধীন কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের মৃত সমাজসেবী আলহাজ্ব মোস্তফা মিয়ার জ্যৈষ্ট সন্তান। ১৯৫২ সালের ১৫ ফেব্র“য়ারী জন্মগ্রহণ করেন। পিতা-মাতার পরিবারে ৪ ভাই ৩ বোনের মধ্যে আলহাজ্ব নূরুল বাহার চৌধুরী প্রথম।

Alhaz Nurul Bahar.jpg-24-8-16ছাত্রজীবনে বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি দীর্ঘসময় ছাত্রলীগ, যুবলীগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে পরবর্তীতে মৃত্যুকাল পূর্ব পর্যন্ত চৌদ্দগ্রাম থানা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে সম্পৃক্ত ছিলেন।

এছাড়াও রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনহিতকর প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। চট্টগ্রামস্থ ট্রান্সপোর্ট ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, আন্তঃ জেলা মালামাল পরিবহন ট্রাক মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চৌদ্দগ্রাম উন্নয়ন সংগ্রামের সভাপতি, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলার উপদেষ্টাসহ বহু সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

আলহাজ্ব নূরুল বাহার দেশমাতৃকার টানে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন। মরহুম আলহাজ্ব নূরুল বাহার দীর্ঘ ১৫ বছর কনকাপৈত ইউনিয়নের সফল চেয়ারম্যানের দায়িত্ব পালন ছাড়াও মাসকরা গ্রামের একতা বাজারে ঈদগা সফিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, প্রাইমারী স্কুল ও মসজিদ প্রতিষ্ঠা করেন।

নূরুল বাহার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মুজিবুল হক এমপিসহ আরও অনেকে।

বুধবার বাদ আসর দক্ষিণ খুলশী আবাসিক এলাকাস্থ জামে মসজিদ কমপ্লেক্সে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জোহর তার প্রতিষ্ঠিত ঈদগা সফিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে নামাজে জানাজা শেষে মসজিদ কমপ্লেক্সস্থ কবরস্থানে দাফন করা হবে।