মুক্তিপণের দাবীতে সুন্দরবনে ৩৫ জেলেকে অপহরণ

মুক্তিপণের দাবীতে সুন্দরবনে ৩৫ জেলেকে অপহরণ

শেয়ার করুন

 

মংলা প্রতিনিধি :

মুক্তিপণের দাবীতে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ৩৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর জাহাঙ্গির ও নোয়া বাহিনী। অপহৃত জেলেদের কাছে জনপ্রতি ২০ হাজার করে মুক্তিপণ দাবী করেছে দস্যুরা।

জেলে-মহাজন সূত্র জানায়, পশ্চিম সুন্দরবনের নলিয়ান রেঞ্জের কালাবগী সংলগ্ন ভদ্রা, আন্দরমানিক এবং চরাপুটিয়া নদীতে জাল দিয়ে রবিবার ভোরে মাছ শিকার করছিল জেলেরা।

এ সময় ওই এলাকার জেলে বহরে হামলা চালায় বনদস্যুরা। জেলেদের মারধর ও মাছসহ অন্যান্য মালামালের লুটে নেয়ার পাশাপাশি মুক্তিপণের দাবীতে ৩৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।

অপহৃত দস্যুদের বাড়ী খুলনার কালাবগী, কয়রা, ডুমুরিয়া এলাকায় বলে জানা গেছে।