মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ১৩ জেলে অপহৃত

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ১৩ জেলে অপহৃত

শেয়ার করুন

kidnap অপহরণ

মংলা প্রতিনিধি:

সুন্দরবনের চাউলাবগী এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ১৩ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেদের বাড়ি মংলার জয়মনি, হলদিবুনিয়া ও বাগেরহাটের রামপাল এলাকায়।

জেলে-মহাজন সূত্র জানায়, শুক্রবার সকালে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ভদ্রা নদীর চাউলাবগী এলাকায় ইলিশ মাছ ধরছিল জেলেরা। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের উপর অতর্কিত হামলা চালায়।

দস্যুরা জেলেদের ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছ লুটে নেয়ার পাশাপাশি জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অন্তত ১৩ জেলেকে অপরহণ করে নিয়ে যায়।

ডাকাতির ঘটনায় জেলেরা বলেন, প্রতিনিয়ত আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে বনদস্যু নিহতের ঘটনা ঘটলেও কোনভাবে কমছে না দস্যুতা। ডাকাতের ভয়ে আতঙ্কগ্রস্থ জেলেরা চাহিদানুযায়ী মুক্তিপণ দিতে দিতে এখন ও নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানান জেলে-মহাজনেরা।