মুক্তাগাছায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতিসহ ৬ নেতা গ্রেফতার

মুক্তাগাছায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতিসহ ৬ নেতা গ্রেফতার

শেয়ার করুন

Screenshot (239)

।। শাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহ ।।
ময়মনসিংহের মুক্তাগাছায় করোনা টেস্টের স্যাম্পল সংগ্রহ করতে ডাক্তার
বাসায় না যাওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও কর্তব্যরত চিকিৎসককে
লাঞ্চিত করার ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে। এ ঘটনায় গতকাল থেকে
চিকিৎসকরা কর্ম বিরতি পালন করে,ঘটনার সাথে জড়িত উপজেলা যুবলীগের
সভাপতিসহ ৬ নেতাকে গ্রেফতারের পর আজ বুধবার চিকিৎসকরা কর্মবিরতি
প্রত্যাহার করেছে।
মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ জানান, মারধরের শিকার ডা. এ এইচ এম
সালেকিন মামুন ইমারজেন্সী মেডিকেল কর্মরত ছিলেন, এমতাবস্থায় মঙ্গলবার দুপুর
১ টা ৫৫ মিনিটে হাসপাতালের ইমারজেন্সী হটলাইন নাম্বারে মুক্তাগাছা উপজেলা
যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনি পরি য়ে তার ৭০ বছর বয়সী মায়ের করোনা
পরীক্ষা ববাসায় গিয়ে স্যাম্পল সংগ্রহ করার ব্যাপারে জানতে চান। তখন ডা.
সালেকিন জানায় বাসায় গিয়ে স্যাম্পল নেয়া আপতত বন্ধ ও তাকে তার মাকে
হাসপাতালে নিয়ে এসে স্যাম্পল দেয়ার পরামর্শ দিলে সে ফোন কেটে দেয়।
মুক্তাগাছা হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায় গতকাল মঙ্গলবার
দুপুরে একদল লোক মেডিক্যাল অফিসার ডা. এ এইচ এম সালেকিন মামুনের কক্ষে
প্রবেশ করে এবং ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। এরপর ডাক্তারকে মারধোর করা হয়।
এঘটনায় ভুক্তভোগী চিকিৎসক থানায় মামলা দায়ের করলে পুলিশ মুক্তাগাছা
উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনিকে রাতেই গ্রেফতার করে। পরে
ঘটনার সাথে জড়িত আরও পাঁচ যুবলীগ কর্মীকে আজ বুধবার সকালে আটক
করে, আটকের পর চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছে বলে পুলিশ
জানিয়েছে।
মুক্তাগছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. এ এইচ এম
সালেকিন মামুন তার উপর হামলা বিবরণ দিয়ে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি
করেন। এ ব্যাপারে পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, আমরা অভিযোগের
প্রেক্ষিতে যথাযথ ধারায় মামলা রেকর্ড করি এবং দোষিকে রাতেই আমরা
গ্রেফতার করতে সক্ষম হই। আমরা দোষিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা
নেব। তিনি বলেন, এই করোনা কালে সময়ে ডাক্তারসহ সম্মুখযোদ্ধাদের উপর
কোনরকম হয়রানীমুলক আচরণ বরদাস্ত করা হবে না।