মিরসরাইয়ে স্কুলছাত্র সাকিব অপহরণ ও খুনের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

মিরসরাইয়ে স্কুলছাত্র সাকিব অপহরণ ও খুনের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুলছাত্র ফারহান সাকিব অপহরণ ও খুনের ঘটনায় ৩ আসামির মৃত্যুদণ্ড  এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কাজী সরওয়ার উদ্দিন, শহিদুল ইসলাম ও মীর হোসেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হোসনে মোবারক রুবেল। ২০১৫ সালে পূর্ব শত্রুতার জেরে জেবি শিশু কানন স্কুল এলাকা থেকে ফারহানকে অপহরণ করা হয়।

এরপর উপজেলার নয়াটিলা পাহাড়ে নিয়ে তাকে  গলাকেটে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ফারহানের বড় ভাই শহীদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ১৬ নভেম্বর আদালতে পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেয়।