মাশরাফির স্বপ্নের যে নড়াইল তা হবে এ প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান

মাশরাফির স্বপ্নের যে নড়াইল তা হবে এ প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান

শেয়ার করুন

narail
।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
নড়াইল হবে এ প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান। এমন শ্লোগান নড়াইল-২ আসনের সাংসদ ও জাতীয় ক্রিকেট
দলের সাবেক অধিনায়ক মাশরাফির বিন মোর্তজার। তার ব্যক্তিগত অর্থায়নে এমন বাসস্থান গড়ে তোলার
জন্য তিনি ২৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে। ইতোমধ্যে প্রকল্পের নকশা
প্রণয়নসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো.তরিকুল ইসলাম অনিক জানান,প্রকল্পের মধ্যে রয়েছে
শহরের কোল ঘেষে বয়ে চলা চিত্রা নদীর তীরে ওয়াকওয়ে,পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা।
তিনি বলেন,পৌর এলাকার চিত্রা নদীর তীরে মহিষখোলা এলাকার শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিস সেন্টার
থেকে হাটবাড়িয়া ইকো পার্ক পর্যন্ত ৪.৮ কিলোমিটারের মধ্যে ৭টি পয়েন্টে ওয়াকওয়ে নির্মাণ এবং শহরে
পরিকল্পিত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। ইতোমধ্যে নগর পরিকল্পনাবিদ রাসেল
কবির,আব্দুল্লাহ আল ফাহাদ এবং শারমিন আফরোজ নকশা প্রণয়নের কাজ সম্পন্ন করেছেন। গত
শনিবার(১২ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি মতবিনিময় সভায় নকশা
প্রণয়নসহ যাবতীয় ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থাপন করা হয়।

narail-সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান। ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নড়াইল-২ আসরেনর সাংসদ মাশরাফি বিন মোর্তুজা। বক্তব্য
দেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফকরুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)
মো.রিয়াজুল ইসলাম,নড়াইল পৌর মেয়র আনজুমান আরা,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ
পারভেজ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,সহকারি কমিশনার (ভূমি) কৃঞ্চা রায়,নড়াইল
এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো.তরিকুল ইসলাম অনিক,সংগঠনের সহসভাপতি ও নড়াইল
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম,প্রেসক্লাকের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ নাঈমুর রহমান
ফিরোজ প্রমুখ।

narail-0ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি বলেন নড়াইল শহরকে সুন্দর ও নান্দনিক এবং
পর্যটনবান্ধব করতে ওয়াকওয়ে ও পৌরসভায় পরিকল্পিত ড্রেনেজ এবং বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই।
এজন্য তিনি সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক বলেন,নড়াইল পৌরসভার মাধ্যমে এ নকশা অনুমোদন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। এটি
অনুমোদন পেলে অতি সহজে বাস্তবায়ন সম্ভব হবে। তিনি বলেন, চিত্রা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণে ৫০টির বেশি
স্থাপনা উচ্ছেদের প্রয়োজন পড়বে।