মাশরাফির কাছে নদী ভাঙন কবলিত মানুষের আকুতি

মাশরাফির কাছে নদী ভাঙন কবলিত মানুষের আকুতি

শেয়ার করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার পার-আমডাঙ্গা গ্রাম মধুমতি নদী ভাঙ্গণে বিলিন হতে চলেছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার পার-আমডাঙ্গা গ্রাম মধুমতি নদী ভাঙ্গণে বিলিন হতে চলেছে।

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়া উপজেলার পার-আমডাঙ্গা গ্রামটা শেষ হয়ে গেল নদী ভাঙ্গণে। এই গ্রাম থেকে গত নির্বাচনে মাশরাফি ছাড়া একটা ভোটও অন্য কেউ পায়নি। এত মানুষ থাকতে কেউ এলোনা গ্রামে একটু দেখতে। এমনকি উপজেলার বড় বড় নেতারাও। প্রতি বছর সরকারি বাজেটে অল্প কিছু বস্তা ভাঙ্গণ কবলিত স্থানে ফেলা হয়। কিন্তু এত বড় ভাঙ্গণে কি আর এই সামান্য বস্তায় কাজ হয়? পাথর দিয়ে (সিসিবল্ক) বাধ না দিলে সব বাড়ি-ঘর ভেঙ্গে শেষ হয়ে গেলো। ইতোমধ্যে প্রায় ৪০০ ঘর-বাড়ি-ফসলি জমি নদীতে চলে গেছে। বাকি ঘর-বাড়িগুলো,ফসলি জমি চলে যাবার উপক্রম হয়েছে। যারা আছে তাঁদের ভিটে-মাটি ছাড়া আর কিছুই নেই। এই ঘর-বাড়িগুলো নদীতে চলে গেলে তাদের রাস্তায়ও জায়গা হবেন।

আমাদের প্রাণের মাশরাফির কাছে আকুতি তিনি যেন আমাদের রক্ষা করেন। কথাগুলো পার-আমডাঙ্গা গ্রামের অসহায় মানুষের।