মানিকগঞ্জে মীর কাসেমের দাফন সম্পন্ন

মানিকগঞ্জে মীর কাসেমের দাফন সম্পন্ন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকরের পর, তার লাশ মানিকগঞ্জে দাফন করা হয়েছে। গাজীপুরের কাশিমপুর কারাগারে গত রাতে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর দণ্ড কার্যকর করা হয়।

শনিবার দুপুরেই জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করতে সরকারের নির্বাহী আদেশ কাশিমপুর কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। বিকেলে কারাগারে যান আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। এরপর সেখানে যান গাজীপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পৌঁছে যায় তিনটি অ্যাম্বুলেন্সও। রাতে সেখানে পৌঁছান ঢাকা রেঞ্জের ডিআইজি।

এর আগে বিকেলে কারাগারে গিয়ে মীর কাসেমের সঙ্গে শেষ দেখা করেন তার পরিবারের সদস্যরা। রাত সাড়ে দশটায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে কার্যকর করা হয়, জামায়াতের আর্থিক মেরুদণ্ড বলে পরিচিত এই যুদ্ধাপরাধীর ফাঁসি। পরে তার লাশ পুলিশ পাহারায় গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরে নিয়ে দাফন করা হয়।