মাদ্রাসার ছাত্রকে ওসির নির্যাতন

মাদ্রাসার ছাত্রকে ওসির নির্যাতন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

অষ্টম শ্রেনীর দুই ছাত্রকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে ঝালকাঠির নলছিটি থানার ওসি একেএম সুলতান মাহমুদের ওপর।

নির্যাতিত ছাত্র সাব্বিরের অভিযোগ, শনিবার সকালে সাইকেলে মাদ্রাসা যাচ্ছিল সে ও ইমরান। মার্চেন্ট স্কুল অতিক্রম করার সময় ইভটিজিংয়ের দায়ে দুই ছাত্রকে থানায় ধরে নিয়ে যায় পুলিশ। এরপর দিনভর তাদের ওপর নির্যাতন চালানো হয়।

খবর পেয়ে রাতে সাব্বিরের বাবা এবং মা ছেলেকে ছাড়াতে গেলে তাদের সামনেই ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ তাদের। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে তারা নির্যাতন থেকে রক্ষা পান।

এই ঘটনার পর থেকে সাব্বির হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসক জানিয়েছে, গুরুতর না হলেও সাব্বির ভয় পেয়েছে। এদিকে নলছিটি থানার ওসি শিশুদেরকে আটকে রাখার কথা স্বীকার করলেও নির্যাতনের কথা আস্বিকার করেছেন।

মাদ্রাসার প্রিন্সিপালও ছাত্রদের বিরুদ্ধে অভিযোগের কথা শুনেছেন কিন্তু কোনো লিখিত অভিযোন পাননি বলে জানিয়েছেন।