মাদারীপুরে সিপিবি’র জেলা সম্মেলন অনুষ্ঠিত

মাদারীপুরে সিপিবি’র জেলা সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুন

madaripur-25-09-16-cpb-district-convention-3
মাদারীপুর প্রতিনিধি:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মাদারীপুর জেলা শাখার আয়োজনে অষ্টম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পুরানবাজারে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা শহীদ তপন সরকারের বাবা সুরেন্দ্রনাথ সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আশরাফ হোসেন আশু। বিশেষ অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ইদ্রিস আলী।

সভাপতিত্ব করেন সিপিবি মাদারীপুর জেলা শাখার সভাপতি কমরেড অধ্যাপক তপন ভৌমিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা কমিটির সভাপতি কমরেড আবু ফরাজী, রাজৈর উপজেলা কমিটির সভাপতি কমরেড আবুল কালাম আজাদ, বাংলাদেশ কৃষক সমিতি মাদারীপুর জেলা শাখার আহবায়ক কমরেড পলাশ রায়, যুব ইউনিয়ন মাদারীপুর জেলা শাখার সভাপতি সাইদুর রহমান সাগরসহ অন্যরা।

সমাবেশে বক্তারা, দুই জোটের বাইরে শক্তিশালী বাম বিকল্প গড়ে তোলার আহবান জানান এবং কৃষক-শ্রমিক শ্রেণীর জীবনমান উন্নয়নের আহবান জানান।

পরে সন্ত্রাস-জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা, দলীয়করণ ও লুটপাটের বিরুদ্ধে একটি র‌্যালী পুরানবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।