মাগুরায় গর্ভবতী স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

মাগুরায় গর্ভবতী স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

শেয়ার করুন

মাগুড়া প্রতিনিধি :

মাগুরায় গর্ভবতী স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে, মাগুরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১১ সালের ৫ জুন আমিরুল তার গর্ভবতী স্ত্রী কবিতা খাতুনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে। ঘটনাটি তার ৫ বছরের মেয়ে জামিলা দেখে ফেললে পাষন্ড বাবা তাকেও গলা টিপে হত্যা করে। পরে মৃতদেহ দুটি পাট ক্ষেতে মাটি চাপা দিয়ে পালিয়ে যায় সে।

ঘটনার পরদিন কবিতার বাবা, মেয়ে ও নাতনীকে হত্যার অভিযোগে সদর থানায় মামলা করেন। প্রায় ৭ বছর পর এই মামলার রায় হলো।