মন্ত্রণালয়ের নির্দেশ সত্ত্বেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছেনা

মন্ত্রণালয়ের নির্দেশ সত্ত্বেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছেনা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশ সত্ত্বেও বগুড়ার দুঁপচাচিয়া পৌরসভার বুক চিরে চলে যাওয়া মহাসড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে না সড়ক ও জনপদ বিভাগ। ফলে অহরহ সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে যানজটে নাকাল হচ্ছে এ জনপদের মানুষ। এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসন চায় দ্রুত উচ্ছেদ অভিযান শুরু করা হোক।

ঐতিহাসিক নাগর নদের পাশ ঘেষে গড়ে ওঠা দুঁপচাচিয়া অটোমেটিক চালকল ফ্যাক্টরী, ব্যবসা বাণিজ্য এবং শস্য উৎপাদনে বগুড়া সকল জেলার শীর্ষে অবস্থান করছে। এই পৌরসভার মাঝ দিয়ে চলে গেছে বগুড়া-নওগাঁ মহাসড়ক। দীর্ঘদিন থেকে এই মহাসড়কের সিংহভাগ অংশই অবৈধ দখলে চলে গেছে। অবৈধ জেনেও এখনও অনেকেই দখল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

স্থানীয় প্রশাসন জানায়, পার্শ্ববর্তী আদমদীঘি উপজেলায় অবৈধদের উচ্ছেদ করা হয়েছে। তবে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও দুঁপচাচিয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়নি। অনতিবিলম্বে উচ্ছেদ অভিযান শুরুর দাবি জানালেন উপজেলা আওয়ামী লীগের সভাপতিও।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, উচ্ছেদ করার সরঞ্জাম পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।