মংলা থেকে হরিনের চামড়াসহ একজন আটক

মংলা থেকে হরিনের চামড়াসহ একজন আটক

শেয়ার করুন

20170930_080542নিজাম উদ্দিন, মংলা প্রতিনিধি :

সুন্দরবনের পশুর নদীর লাউডোব এলাকা থেকে এশটি হরিনের চামড়া সহ এক পচিরিকারীকে আটক করেছে কোস্টগাড। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পশুর নদীর  লাউডোব এলাকায় অভিযান চালায় কোস্ট গাড।

এসময় কোস্ট গাডের উপস্থিতি দেখতে পেয়ে পাচার কারী পালাবার চেষ্টা করে। তখন কোস্ট গাড সদস্যরা পাচারকারীকে একট হরিনের চামড়া ২০ কেজি হরিনের মাংস সহ আটক করে । উক্ত পাচারকারীর নামঃ ইমাম হোসেন (২৩)। সে দীর্ঘদিন ধরে সুন্দরবনে হরিন শিকার করে আসছিল।

হরিনের চামড়া ও হরিণ শিকারীকে আইনানুগ ব্যবস্থার জন্য ডাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারীরা হরিণ শিকার করে বিক্রির জন্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়।