মংলায় বন্দরের কর্মচারীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্নালংকার লুট

মংলায় বন্দরের কর্মচারীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্নালংকার লুট

শেয়ার করুন

capture

মংলা প্রতিনিধি :

মংলার পশ্চিম শেলাবুনিয়ায় বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে ডাকাতরা নগদ টাকা, স্বর্নালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে গেছে।

পুলিশ ও ডাকাতির শিকার হওয়া পরিবার জানান, সোমবার গভীর রাতে শহরের পশ্চিম শেলাবুনিয়ার বাসিন্দা মংলা বন্দর কর্মচারী সংঘ’র যুগ্ম সাধারণ সম্পাদক এ,কে এম শওকত আলীর বাড়ীর ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ৬/৭ জনের মুখোশধারী ডাকাত। ডাকাতরা ঘরে ঢুকে সকলকে ধারালোর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় অর্ধ লাখ টাকা, ৪ ভরি সোনার গহনাসহ অন্যান্য মালামাল লুটে নেয়। ডাকাতির বিষয়ে থানা পুলিশকে না জানানোর জন্য বাড়ীর গৃহকর্তা শওকতকে শাসিয়ে যায় ডাকাত দল।

পুলিশকে জানানো হলে পুনরায় এসে সকলকে কুপিয়ে আহতের হুমকি দেয় ডাকাতরা। ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মংলা থানার সেকেন্ড অফিসার মো: মনজুর এলাহী। তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত ও আটকে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। #