মংলায় দুই জলদস্যুকে অস্ত্রসহ আটক

মংলায় দুই জলদস্যুকে অস্ত্রসহ আটক

শেয়ার করুন

image-0-02-06-1a9b44f6b13bce5087e5a46703b0e9dc9f37b92563bbfb596205596d92df65f3-Vনিজাম উদ্দিন, মংলা প্রতিনিধি:

মংলার সুন্দরবনের নন্দবালা থেকে জলদস্যু গুরু বাহিনীর প্রধানসহ দুই দস্যুকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব ৮। আজ দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খাল থেকে তাদের আটক করা হয়।

আটক দস্যুরা হলো গুরু বাহিনীর প্রধান আনিস মোল্লা (৪২) এবং তাঁর সহযোগি আকরাম ছানা (৩৫)।

image-0-02-06-75df26d1e4971d0483d94af8d8088fc7209a885d134ce64cee14eb37c136e295-Vর‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবনের দস্যু “গুরু” তাঁর বাহিনী নিয়ে সকালে বনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে। গোপনে খবর পেয়ে বুধবার সকালেই সেখানে অভিযান চালায় র‌্যাব। পরে দুপুরে বাহিনী প্রধান আনিস মোল্লা এবং তাঁর সহযোগি আকরাম ছানাকে ২ টি একনালা বন্দুক, ২ টি দোনালা বন্দুক ১ টি এলজি এবং ৬৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটক দস্যুদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল এলাকায়।