ভ্যাট আইন সম্পর্কে গণসচেতনার জন্য যশোরে ভ্যাট রেজিস্ট্রেশন মেলা

ভ্যাট আইন সম্পর্কে গণসচেতনার জন্য যশোরে ভ্যাট রেজিস্ট্রেশন মেলা

শেয়ার করুন

শাহানারা বেগম, যশোর প্রতিনিধি :

নতুন ভ্যাট আইন সম্পর্কে গণসচেতনা সৃষ্টির লক্ষ্যে যশোরে তিনদিনব্যাপী ভ্যাট রেজিস্ট্রেশন মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের ভোলা ট্যাংক রোডস্থ  যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় চত্বরে আয়োজিত এ মেলায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ।

পরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা কাস্টমস ,এক্সাইজ ও ভ্যাট কমিশনার জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সরোয়ার,যশোর সরকারী এম এম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান।

আলোচনা সভায়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড কোন ঔপনিবেশিক সংস্থা নয়, যে আইনের মাধ্যমে আতঙ্কের সৃষ্টি করবে। ভ্যাট আইনে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ আইন জন ও ব্যবসায়ী বান্ধব।

তিনি আরো বলেন, এ আইন হবে সকলের জন্য এবং এটি বাস্তবায়ন  হলে নতুন দিগন্তের সৃষ্টি হবে। এজন্য তিনি সকল ব্যবসায়ীকে ভ্যাট আইনের আওতায় নিজেদের প্রতিষ্ঠান রেজিস্টেশনের আহবান জানান।