ভেঙ্গে পড়া বিদ্যুতের টাওয়ার মেরামতের জন্য পাঁচ সদস্যের টিম ভৈরবে

ভেঙ্গে পড়া বিদ্যুতের টাওয়ার মেরামতের জন্য পাঁচ সদস্যের টিম ভৈরবে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ভেঙ্গে পড়া বিদ্যুতের টাওয়ারটি মেরামতের জন্য পাঁচ সদস্যের একটি টিম যাচ্ছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালীপুরে। তাদের পরিদর্শনের পরই টাওয়ারটি মেরামতের কাজ শুরু হবে।

সেই সঙ্গে জানা যাবে, লাইনটি ঠিক হতে কতদিন সময় লাগবে। সোমবার রাতে টর্নেডো আশুগঞ্জ-সিরাজগঞ্জের ২৩০ কিলোভোল্টের সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়। বিকল্প হিসেবে ঘোড়াশাল-ঈশ্বরদী লাইন মাধ্যমে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের বিদ্যুত সরবরাহ স্বাভাবিক রাখা হয়।

তবে, মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে বিকল্প লাইনেও ত্রুটি দেখা দিলে রাজশাহী, খুলনা ও রংপুর জোনে বিদ্যুতের উৎপাদন ও সরবাহ পুরোপুরি বন্ধ হয়ে ৩৬ জেলা বিদ্যুৎহীন যায়। মঙ্গলবার বিকেলে থেকে অবশ্য অনেকটা স্বাভাবিক হয়ে আসে বিদ্যুত পরিস্থিতি।