ভালো স্বাস্থ্যসেবা পেতে বাসা-বাড়ি থেকে ক্লিনিক-হাসপাতালগুলো আলাদা করার আহবান জানালেন সিভিল...

ভালো স্বাস্থ্যসেবা পেতে বাসা-বাড়ি থেকে ক্লিনিক-হাসপাতালগুলো আলাদা করার আহবান জানালেন সিভিল সার্জন

শেয়ার করুন

1614961416
।। কার্ত্তিক দাস, নড়াইল ।। 
ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে বাসভবন থেকে ক্লিনিক হাসপাতাল ব্যবসা প্রতিষ্ঠান আলাদা করার তাগিদ দিলেন নড়াইলের সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার। তিনি বলেন,নড়াইরে বেশিরভাগ ক্লিনিক,হা্সপাতালের ব্যাবসা বাসা-বাড়ির সঙ্গে। রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ধরণের ব্যাবসা প্রতিষ্ঠানের রোগি রেজিষ্টার,ওটি রেজিষ্টার নেই। সরকারের সকল প্রকার নিয়মকানুন মেনে সেবা কার্যক্রম পরিচালনার আহবান জানান।
বৃহস্পতিবার দুপুরে বেসরকারি হাসপাতাল,ক্লিনিক,ডায়াগনষ্টিক ওনার্স অ্যাসোসিয়েশনসহ চিকিৎসাসেবামুলক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভায় অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বেসরকারি হাসপাতাল ,ক্লিনিক,ডায়াগনষ্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিদ্যুৎ কুমার সান্ন্যাল সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন,সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুব্রত কুমার,লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহাবুর রহমান,সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সাজ্জাদ হোসেন,সাবেক সভাপতি মো.তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক কাজী মোরাদ হোসেন,চেয়ারম্যান শামীম হোসেন প্রমুখ।
এ সময় জেলার সকল ক্লিনিক,বেসরকারি হাসপাতাল,ডায়াগনষ্টিক ওনার্সের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।