ভাতা পেতে শিক্ষকদের প্রধানমন্ত্রীর কাছে আকুতি

ভাতা পেতে শিক্ষকদের প্রধানমন্ত্রীর কাছে আকুতি

শেয়ার করুন

teacher_Narail

ছবি- প্রতিকী

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
নড়াইলে ১১৭ জন শিক্ষক-প্রমোটার করোনাকালীণ সময়ে ১০ মাস ভাতা পান না। সদ্য চাকুরি পাওয়া
এ সকল শিক্ষকবৃন্দ চাদা তুলে ঢাকায় সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করলেও কোন আশ্বাস
মেলেনি। শিক্ষকদের দাবি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিরা বেতন ভাতা পেলে
আমরা কেন পাবো না। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেছেন।
জানাগেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে ২০১৯ সালের ডিসেম্বর থেকে নড়াইলের ৪২টি কিশোর-কিশোরী
ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের
মধ্যে সহ-শিক্ষা কার্যক্রম চালু করা হয়। সহ-শিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে সঙ্গীত,আবৃতি
শিক্ষা,খেলাধূলা,জেন্ডার বৈষম্য,মাদকাসক্তি,বাল্যবিবাহ,বয়োসন্ধিকালে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা ও
সচেতনতামুলক শিক্ষা প্রদান।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সমন্বয়ে নিয়োগ প্যানেল জেলার ৩৯টি ইউনিয়ন ও ৩টি পৌর
এলাকায় মোট ৪২টি কেন্দ্রে ৮৪ জন শিক্ষক এবং তিন উপজেলায় ৯ জন জেন্ডার প্রমোটার নিয়োগ দেওয়া
হয়। শ্রেণি ব্যবস্থাপনা কমিটি একটি কেন্দ্রে ৩০ জন করে (২০ জন কিশোরী এবং ১০ জন কিশোর)
শিক্ষার্থীকে যাচাই বাছাই করে শিক্ষা কার্যক্রমের সুযোগ দেন। শিক্ষকরা সপ্তাহে একদিন আবৃতি ও
একদিন সঙ্গীতের,জেন্ডার প্রমোটাররা সপ্তাহে দুইদন সচেতনতামুলক ক্লাস শুরু করেন। ক্লঅস প্রতি
শিক্ষকরা হাজিরাভিত্তিতে ৫০০ টাকা এবং জেন্ডার প্রমোটাররা এক হাজার টাকা ভাতা পাবেন। ২০২০ সালের
মা্র্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারি
থেকে পুনরায় চালু হলেও এসব শিক্ষক প্রমোটাররা গত বছরের এপ্রিল থেকে চলতি বছারের জানুয়ারি মাস
(মোট ১০ মাস) ভাতা পাননি।
জেন্ডার প্রমোটার মিতু খানম,হ্যাপি খানম ও যুথি মিত্র ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা করোনাকালীণ
সংকটে ১০ মাসের বকেয়া ভাতা পাবার আশায় ৫ মাস আগে শিক্ষক ও প্রমোটারদের কাছ থেকে চাদা তুলে
ঢাকায় সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করি। কিন্তু ওই কর্মকর্তাদের কাছ সন্তোষজনক
কোন আশ্বাস মেলেনি। আমরা ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর
সদয় দৃষ্টি কামনা করছি।
জানতে চাইলে কিশোর-কিশোরী ক্লাবের সুপারভাইজার মো.জাহাঙ্গীরলম জানান,করোনার কারণে
সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস নেওয়া হচ্ছে। করোনার কারণে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কম।
নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো.আনিছুর রহমান
বলেন,মানবিক কারণে শিক্ষক ও জেন্ডার প্রমোটারদের করোনাকালীণ ভাতার ব্যাপারে আমরা উর্ধতন
কর্তৃপক্ষকে অনুরোধ করে চিঠি পাঠিয়েছি। কর্তৃপক্ষ জানিয়েছেন চাকুরির শর্তানুযায়ী শিক্ষক প্রমোটাররা
হাজিরার ভিত্তিতে ভাতা পাবেন। বকেয়া ভাতাপাবার কোন সুযোগ নেই। বকেয়া ভাতার ব্যাপারে আন্ত
মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধনী আনতে হবে।