বেনাপোল স্থলবন্দরে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

বেনাপোল স্থলবন্দরে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

শেয়ার করুন

 

বেনাপোল প্রতিনিধি :

বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল বন্দরের গুদামে আগুন লেগেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থলবন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন জানান, ভোর ৬টার দিকে গুদামের ২৩ নম্বর শেডে ধোয়া উঠতে দেখা যায়। এর কিছুক্ষণ পরআগুন জ্বলে ওঠে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার পরপরই ছূটে যায় বেনাপোল থেকে ফায়ার সার্ভিসের দল। পরে ঝিকরগাছা, মনিরামপুর ও যশোর থেকে আরও ছয়টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। কি কারণে আগুনের সূত্রপাত তা এখানো জানা যায়নি।