বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম

বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম

শেয়ার করুন

নদীভাঙ্গন

এটিএন টাইমস ডেস্ক:

অব্যাহত নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে পটুয়াখালী ও শরীয়তপুরের গ্রামের পর গ্রাম। শেষ আশ্রয়স্থল বসতভিটাও রক্ষা করতে পারছেনা অনেক পরিবার।

বর্ষা এলেই খরস্রোতা হয়ে ওঠে পটুয়াখালীর আন্ধারমানিক, রামনাবাদ, আগুনমুখা, ডিগ্রি দাড়চিরা, বুড়া গৌরাঙ্গ, লোহারিয়া নদী। এবার নদী সর্বগ্রাসী। দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন।

অস্বাভাবিক জোয়ারের পানিতে নদীর পাড় আর বেড়িবাঁধ ভেঙ্গে বিলীন হচ্ছে জেলার গ্রামের পর গ্রাম। রেহাই মিলছে না খাদ্য গুদাম ও সাইক্লোন শেল্টারেরও। জলাবদ্ধতার কারণে চাষাবাদও বন্ধ। অনেকে আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর।

বরাদ্দ পাওয়া গেলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

ভাঙনের ভয়াল থাঁবায় শরীয়তপুরের জাজিরাও। কুন্ডেরচরের কলমিরচর গ্রামের শতাধিক বাড়িঘর, মসজিদ গাছপালা এরই মধ্যে নদীগর্ভে বিলীন। গৃহহীন কয়েক’শ পরিবার।

ভাঙন কবলিত পরিদর্শন করে গ্রামবাসীকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক। নদীতে পিতৃপুরুষের ভিটে হারানোর বুকফাটা বেদনায় কাতর এলাকাবাসী।