বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুড়িগ্রামে নদ-নদীর পানি সামান্য হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বসতভিটা থেকে পানি সরে না যাওয়ায় বেশিরভাগ বানভাসী মানুষ ঘরে ফিরতে পারছেন না।

এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। ত্রাণ বিতরণেও অনিয়মের অভিযোগ উঠেছে।সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুরু হয়েছে ভাঙ্গন। বন্যার কারণে বন্ধ হওয়া স্কুল কলেজগুলো এখনও বন্ধ রয়েছে। এছাড়াও বন্যাকবলিত মানুষদের মাঝে দেখা দিচ্ছে পানি বাহিত বিভিন্ন রোগ।

যমুনার পানি হ্রাস পেতে শুরু করায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। জেলার বন্যা কবলিত এলাকার মানুষ বিভিন্ন বাঁধ, আশ্রয় কেন্দ্র ও উচুস্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশু খাদ্য ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।