বিনামূল্যে ভ্যানগাড়ী পেল নড়াইলের ১৫টি দরিদ্র পরিবার

বিনামূল্যে ভ্যানগাড়ী পেল নড়াইলের ১৫টি দরিদ্র পরিবার

শেয়ার করুন

 

Narail Van Distribution Photo- (2)।। কার্ত্তিক দাস,নড়াইল।।

নড়াইলে ১৫টি  দরিদ্র পরিবারকে পুনর্বাসনে বিনামূল্যে ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থা আয়বর্ধক সহায়তা কর্মসূচি বাস্তবায়নে এসব ভ্যান গাড়ী বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ভ্যানগাড়ী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি রওশন আরা লিলি।

বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার,মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিদপ্তরের উপ-পরিচালক মো.আনিচুর রহমান,সিডিসির নির্বাহী পরিচালক খন্দকার মাসুদ হাসান,দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শরীফ শরাফ উদ্দীন সম্রাট,নোভার নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস,দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শরীফ তুকরোল আমিন প্রমুখ।

এদিকে ভ্যান পেয়ে ভীষণ খুশি নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের ডলি বেগম,রায়খালি গ্রামের প্রতিবন্দী নুর ইসলাম,পলইডাঙ্গা গ্রামের কলিম শেখ,ভবানীপুর গ্রামের রিজাউল মোল্লা।