বিজয় দিবসের বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন আহত

বিজয় দিবসের বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন আহত

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ সদস্যসহ ৫জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭ টার দিকে জেলার আউটার স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে উড়ানোর জন্য বেলুনে গ্যাস ভরা হচ্ছিল। হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হলে আশেপাশে থাকা মানুষজন ছিটকে পড়ে। এতে আহত হন পুলিশ সদস্য মো: শাহীন ও মো: ইসমাইল, মাটিরাঙ্গা ভূমি অফিসের কর্মচারী বিরেন্দ্র ত্রিপুরা, গ্যাস সিলেন্ডার এর মালিক তুলসি রানী ঘোষ ও অনুষ্ঠান দেখতে আসা শিশু পল্লব চৌধুরী। এদের মধ্যে প্রথম তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।